মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২

ভালবাসা মানুষ
কে না পেলে কখনো তার
দোষারোপ করবেন না ।
আপনি যদি তার
দোষারোপ করেন
তাহলে আপনি তার সত্যিকারের
ভালবাসা নন ।
সেই প্রকৃত প্রেমিক
বা প্রেমিকা যে তার
ভালবাসা হারানোর
পরেও তারভালবাসার মানুষ টিকে কোনো রূপ
দোষারোপ করে না ।
সত্যিকারের
অর্থে তাকে ভালবেসে থাকলে তার
জন্য
অপেক্ষা করতে থাকুন। হয়তো সে যেভাবে হঠাত্
করে আপনাকে ছেড়ে চলে গেছে তেমনি হঠাত্
করেই ফিরে আসবে।
 
 (স ংগ্রহীত)