পাখি যদি হতাম আমি
থাকত দুটি ডানা।
উড়ে যেতাম তোমার কাছে
ব্যাথা
পাখি যদি হতাম আমি
থাকত দুটি ডানা।
উড়ে যেতাম তোমার কাছে
কে করত মানা।
দিবা নিশি আমি ভাবি
শুধু তোমার কথা
ধৈর্য ধরে পারছি না আর
ভুলতে তোমার ব্যাথা
তুমি মনে,তুমি প্রাণে
তুমি এই বুক জুড়ে
কত দিন আর আমায় ছেড়ে
থাকবে তুমি দূরে
তোমার কথা মনে হলে
প্রাণটা শুধু কাদেঁ
চোখের জল বেরিয়ে আসে
আটকায় না কোন বাধেঁ।
হাসান
ব্যাথাপাখি যদি হতাম আমি
থাকত দুটি ডানা।
উড়ে যেতাম তোমার কাছে
ব্যাথা
পাখি যদি হতাম আমি
থাকত দুটি ডানা।
উড়ে যেতাম তোমার কাছে
কে করত মানা।
দিবা নিশি আমি ভাবি
শুধু তোমার কথা
ধৈর্য ধরে পারছি না আর
ভুলতে তোমার ব্যাথা
তুমি মনে,তুমি প্রাণে
তুমি এই বুক জুড়ে
কত দিন আর আমায় ছেড়ে
থাকবে তুমি দূরে
তোমার কথা মনে হলে
প্রাণটা শুধু কাদেঁ
চোখের জল বেরিয়ে আসে
আটকায় না কোন বাধেঁ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন